West Bengal Covid Restrictions :বাংলা থেকে উঠে যাচ্ছে করোনা বিধিনিষেধ, বিজ্ঞপ্তি জারি করে নয়া নির্দেশিকা নবান্নের

0
613

দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে উঠে যাচ্ছে করোনার বিধিনিষেধ৷ আজ ৩১ মার্চের পর থেকেই করোনা বিধি-নিষেধ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত রাজ্যের ৷ গোটা দেশের মতোই রাজ্যেও করোনা সংক্রমণের হার হ্রাস পাওয়া ও সুস্থতার হার বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

কোভিড সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে নবান্ন। তাতে বলা হয়েছে, রাজ্যে সংক্রমণের হার কমার কারণেই নৈশ কার্ফু তুলে নেওয়া হচ্ছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত বলবৎ হবে।

আজ একটি বিজ্ঞপ্তি জারি করে সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার । গত একমাসে উল্লেখযোগ্যপভাবে কমেছে রাজ্যের করোনাভাইরাস সংক্রমণ। বেড়েছে সুস্থতার রেট। সেইসব মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, দুই বছর পর আজ ৩১ মার্চ থেকেই করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। তবে নৈশ কার্ফু বা কন্টেনমেন্ট জ়োন -র মতো নানা বিধিনিষেধ তুলে নেওয়া হলেও, মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধির মতো স্বাস্থ্য সংক্রান্ত নিয়মগুলি মেনে চলার শর্ত এখনও জারি থাকবে।

প্রসঙ্গত, দু’বছর আগে দেশে প্রবেশ করেছিল করোনা সংক্রমণ, তারপরই একাধিক বিধিনিষেধ ও লকডাউনের ঘেরাটোপে আটকা পড়েছিল সাধারণ মানুষ। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলিয়ে ওঠার পর থেকেই দেশে নিম্নমুখী সংক্রমণ। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সমস্ত করোনাবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ।

২০২০ সালে ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই কেন্দ্রীয় সরকারের তরফে ২৪ মার্চ বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ -র অধীনে দেশে সংক্রমণ রুখতে একাধিক বিধিনিষেধ  জারি করেছিল। এরপর সংক্রমণের গ্রাফ ওঠানামার সঙ্গে সঙ্গে এই নির্দেশিকাও একাধিকবার পরিবর্তিত হয়েছে।

Previous articleTMC : গোবরডাঙায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে এলোপাথাড়ি কোপ! অভিযুক্ত ভাইপো পলাতক
Next articleSri Lanka Crisis: তীব্র আর্থিক অনটন!‌রাষ্ট্রপতি ভবনের সামনে, বাসে আগুন, বিক্ষোভ, কট্টরপন্থীদের দিকে আঙুল সরকারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here