West Bengal Coronavirus Update: রাজ্যে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় সামান্য কমল রাজ্যের সংক্রমণ

0
480

দেশের সময় ওয়েবডেস্কঃ কিছুতেই বাগে আনা যাচ্ছে না করোনার তৃতীয় ঢেউকে। কড়া বিধিনিষেধ সত্বেও জারি করোনার চোখ রাঙানি জারি।

রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ২৮ জন।
এনিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গেল ২০ হাজার।

এদিনে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৪৫ জন। যা গতকালের চেয়ে খানিকটা কম (বৃহস্পতিবার ছিল ২৩,৪৬৭)। সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেকটাই কম। ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৪৫ হাজার ৪৮৩ জন।পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ।

এদিকে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান  অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৬,৬৮৭ জন কলকাতার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ৪, ০১৮ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি।

দৈনিক সংক্রমণের নিরিখে  ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ১,৫৩৩ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ১,৩৯৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৬৩, ৬৯৭।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ২৮ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৮ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায়  মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ০১৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮,৬৮৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,৯৮, ২০১। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

এদিকে সংক্রমণ যেভাবে বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা। তাঁদের আশঙ্কা, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা থেকেই মনে করা হচ্ছিল মৃতের সংখ্যা বাড়বে। এমনকী সেই সংখ্যাটা ৫০-এও পৌঁছে যেতে পারে।

Previous articleTrain Accident: ‌‌‘‌কোচের সমস্যা নয়,যান্ত্রিক ত্রুটিই দুর্ঘটনার কারণ ’‌, জানালেন রেলমন্ত্রী
Next articleMadan Mitra: বুড়ো খুব জ্ঞান দিচ্ছে, বনগাঁয় নাম না করে কল্যাণকে তোপ মদনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here