দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।
তিনি বলেন, ‘আদানি গ্রুপের সেরা প্রকল্প বাংলার জন্য ঘোষণা করা হল। প্রযুক্তির মাধ্যমে বাংলায় শিল্পের উন্নতিতে অংশ নেবে আদানি গ্রুপ। যার ফলে ২০ থেকে ২৫ হাজার কর্মসংস্থান হবে।’
গৌতম আদানি বলেন, ‘কলকাতায় এসে গর্ববোধ করছি। কলকাতা বরাবরই আমাকে মুগ্ধ করেছে। গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলা যা আজ ভাবে ভারত কাল ভাবে। অত্যন্ত সত্যকথা। বাংলার দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে।’ এরই পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিয়ে রাজ্যের ভূয়সী প্রশংসা করেন এই শিল্পপতি।
গৌতম আদানি বলেন, ‘ভারতের কোনও রাজ্যেই বাংলার মতো এত মহিলা স্বাধীনতা সংগ্রামীকে আমরা পাই না। বাংলার নারীশক্তি বরাবরই সাহসিকতার পরিচয় দিয়ে এসেছে। বাংলা নারী ক্ষমতায়নের উজ্জ্বল উদাহরণ।’ সেই সঙ্গে প্রশংসা করেন মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পেরও।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গৌতম আদানি। তারপরই এবার বাংলায় বিনিয়োগের কথা ঘোষণা করলেন তিনি। স্বাভাবিকভাবেই বিনিয়োগ হলে রাজ্যে কর্মসংস্থানেরও উজ্জ্বলও ভভিষ্যতের সম্ভাবনা থাকছে।
করোনা আবহে গত দু’বছর ছিল বন্ধ।এবছর ফের হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধ ও বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন। দু’দিন ধরে চলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি দেখতে মঙ্গলবার বিকেলেই মুখ্যমন্ত্রী পৌঁছে যান নিউটাউনের কনভেনশন সেন্টারে। সূত্রের খবর, সম্মেলন চলাকালীন দু’দিন নিউটাউনের একটি কটেজে থেকে এই সম্মেলন পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার বিকেলেই তিনি মোট ৫ দেশের শিল্প প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন।
এই সম্মেলনে অংশ নেবেন দেশ বিদেশের বহু শিল্পপতি। সবার দেখভাল থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যাপার খুঁটিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকছে ইকো পার্ক। এদিকে মঙ্গলবার মিলন মেলায় শিল্পপতিদের সঙ্গে নৈশভোজ সারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার বিকেল থেকেই তৎপর ছিলেন মমতা। গতকালই বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিল্পপতিদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন মমতা। আলোচনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। ভুটান, বাংলাদেশ, রাশিয়া, জাপান, কেনিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
২ দিনের সম্মেলনে থাকবে মোট ৪০টি দেশ। বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফিকির জাতীয় একজিকিউটিভ কমিটি। সেখানে তিনি বলেন পশ্চিমবঙ্গ গত ১১ বছরে অনেক বদলে গিয়েছে। এখানে এখন শিল্পের পরিবেশ গড়ে উঠেছে। রাজ্যে বন্ধ হয় না। কর্মদিবস বেড়েছে। শিল্প বাণিজ্যে কোনও ইউনিয়ন বাধা দেয় না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বমানের পরিকাঠামোর পাশাপাশি শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের এই রাজ্যে নিশ্চিন্তে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন মমতা।