West Bengal Board Exams ২০২২ মাধ্যমিক শুরু ৭ মার্চ, শেষ ১৬ মার্চ, রাজ্যে ২-২০ এপ্রিল হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ,জানিয়ে দিল বোর্ড

0
446

দেশের সময় ওযেবডেস্কঃ ২০২২ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে, কীভাবে হবে, জানিয়ে দিল বোর্ড। এদিন বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে।

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৭ মার্চ থেকে। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। এছাড়া ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকে। ২০ এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও হবে উচ্চ মাধ্যমিকের সঙ্গেই।

গত বছর কোভিড আবহে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে আয়োজন করা যায়নি। এদিনের সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, কোভিড আবহে হোম সেন্টারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ, অন্য স্কুলে গিয়ে নয়, ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দেবে। মাধ্যমিক পরীক্ষার আয়োজনের জন্য পরীক্ষাকেন্দ্র আরও বাড়িয়ে দেওয়া হবে বলে খবর। তবে সবটাই নির্ভর করবে আগামীদিনে কোভিড পরিস্থিতির উপর। পরিসংখ্যানের ভিত্তিতে সিদ্ধান্ত বদলও হতে পারে।

মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্টঃ
৭ মার্চ প্রথম ভাষা
৮ মার্চ দ্বিতীয় ভাষা
৯ মার্চ ভূগোল
১১ মার্চ ইতিহাস
১২ মার্চ জীবনবিজ্ঞান
১৪ মার্চ অঙ্ক
১৫ মার্চ ভৌতবিজ্ঞান
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়
মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১১টা ৪৫ থেকে। চলবে বিকেল ৩টে পর্যন্ত। টেস্ট পরীক্ষা হতে পারে ডিসেম্বরে।

উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা আরও আগে থেকে শুরু হবে। একই সঙ্গে চলবে একাদশ শ্রেণীর বার্ষিক প্র্যাকটিক্যালও। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্টঃ

উচ্চমাধ্যমিকের পরীক্ষা ‘হোম সেন্টার’গুলিতে হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সোমবার জানানো হয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে না।

Previous articleউত্তরপ্রদেশে ট্রেকিংয়ে গিয়ে ঘরে ফেরার পথে দুর্ঘটনা কেড়ে নিল চিত্র সাংবাদিক হিল্টন ঘোষকে
Next articleDaily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? দেখুন রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here