West Bengal: রাজ্যে এবার সরকারি স্কুলের পোশাক নীল-সাদা রঙের, থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো!

0
437

দেশের সময় ওয়েবডেস্কঃ নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। বদলে যাচ্ছে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পোশাকের রঙ।

এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের পোশাক হবে এক রঙের। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পোশাক এবার থেকে নেভি ব্লু ও সাদা রঙের হবে। প্রতিটি পোশাকেই থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। নিয়ম অনুযায়ী, নতুন পোশাকের পকেটে রাখা হবে সেই লোগো। 

শিক্ষা দপ্তরের তরফে নয়া নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটা স্কুলেই এই নির্দিষ্ট পোশাক পরেই হাজির হতে হবে পড়ুয়াদের। প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছেলেদের পোশাক হবে সাদা শার্ট ও নেভি ব্লু প্যান্ট। অন্যদিকে মেয়েদের পোশাক হবে সাদা শার্ট ও নেভি ব্লু টিউনিক ফ্রক। অষ্টম শ্রেণির পর মেয়েরা সাদা এবং নেভি ব্লু সালোয়ার-কামিজ পরবে। ছেলে, মেয়ে নির্বিশেষে প্রত্যেক পড়ুয়ার পোশাকের পকেটে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। 

শিক্ষা দপ্তর নতুন নির্দেশিকা জারি করতেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী দল বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘এটা একধরনের একনায়কতন্ত্র সিদ্ধান্ত। এবং এটা রাজনৈতিক বলেই মনে করছি। আমি এবং আমার দলের তরফে এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছি।’

এরপরই তিনি আরও বলেন, ‘রাজ্যের বহু স্কুলের বয়স একশো বছরেরও বেশি। সেই সমস্ত স্কুলের নির্দিষ্ট রীতিনীতি রয়েছে। তাদের নিজস্ব পোশাকবিধি রয়েছে। যা একশো বছর ধরেই পালিত হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই না। পোশাকের রঙ কী হবে তা প্রতিটা স্কুলের পরিচালন সমিতির ঠিক করার কথা।’ 

Previous articleAbhishek Banerjee:বাঁ চোখের নীচে অস্ত্রোপচারের ক্ষত! আত্মসমর্পণ করব না কেন্দ্রের কাছে, হুঙ্কার অভিষেকের
Next articleAbhishek Banerjee: দিল্লিতে ইডি-র সদর দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, চলছে জেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here