কলকাতা: জুলাইয়ে ক্লিকে আসছে রহস্যময় ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডার’। সিরিজটির অধিকাংশ শুটিং হয়েছে থাইল্যান্ডের প্রাকৃতিক পরিবেশে। এই সিরিজের হাত ধরেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য ওটিটি জগতে পা রাখছেন। অন্যতম সঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী তৃনা সাহা। তাদের এক ফ্রেমে পাওয়া যাবে। কাজেই এই ওয়েব সিরিজের অনেকগুলো ইউএসপি থাকছে। সিরিজটির গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, আবহ সঙ্গীত, সম্পাদনা, রং বিন্যাস এবং পরিচালনা সব দায়িত্বই একা হাতে সামলেছেন পরিচালক অর্ণব রিংগো ব্যানার্জি। এর আগে পরিচালক ক্লিকের জন্য ‘বারানসী জাংশন’, ‘পিলকুঞ্জ’ – এর মতো জনপ্রিয় সিরিজগুলো বানিয়েছেন। তবে এবারের বিষয় ভাবনা একেবারে অন্যরকম।
সিরিজটির কাহিনী এক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার প্রেক্ষাপটে গড়ে উঠেছে। যেখানে একজন ব্যর্থ লেখক হঠাৎ করে বিখ্যাত হয়ে উঠবেন। লেখক সাফল্যের নতুন শিখরে উত্তীর্ণ হলেও একটা বিষয় জানার পর সে ভীত হয়ে ওঠেন। কারণ আইনের চোখে তার সেই প্রখ্যাত বইটি দাগী খুনীর জার্নাল হিসেবে চিহ্নিত হয়। যা অতীতে আততায়ীর বিস্তারিত বিবরণ যা শুধুমাত্র খুনি নিজেই জানে। কাহিনী এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রের স্তরগুলি পরতে পরতে উন্মোচিত হবে। কাহিনীটি একদিকে যেমন থ্রিলার ধর্মী তেমন অন্যদিকে মানবিকও। পাঁচ পর্বের এই সিরিজে রিংগো তুলে ধরেছেন মনোজগতের দ্বন্দ্ব বনাম অস্ত্বিত্ব রক্ষার লড়াই। পরিচালক জানান, ‘ এই সিরিজটি একটি ব্যতিক্রমী থ্রিলার। ক্লিকের সঙ্গে প্রথমবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাজটি
করে বেশ আনন্দ পেয়েছি। বিশেষ করে গল্পের স্বার্থে থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই ক্যামেরার বন্দি করেছি, আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
‘ এই সিরিজটি আমার কাছে খুব স্পেশাল। একজন অভিনেতা হিসেবে ছোটপর্দায় বেশ কয়েক বছর কাটানোর পর ওয়েব সিরিজে এটাই প্রথম যাত্রা। আমার খুব ভালো লাগছে এমন একটা ওয়েব সিরিজের মাধ্যমে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছি যেখানে দর্শকদের কাছে শুধু বিদেশের আকর্ষণই নয়, আরও অনেক নতুনত্ব অপেক্ষা করছে’ বললেন অভিনেতা নীল ভট্টাচার্য। সিরিজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তৃনা সাহা। অভিনেত্রী বলেন, ‘ ক্লিকের সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ। তবে প্রথম কাজের পরিচালকও ছিলেন রিঙ্গো ব্যানার্জি। সেই দিক থেকে একটা চেনা পরিবেশ পেয়েছি। এক্ষেত্রে আমার দুটো বিশেষ দিক আছে, প্রথমত আন্তর্জাতিক লোকেশনে শ্যুট করা প্রথম ওয়েব সিরিজ। দ্বিতীয়ত ওয়েব সিরিজে প্রথম সহশিল্পী হিসেবে স্বামী নীলের সঙ্গে কাজ করার সুযোগ। সব কিছু মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’ সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় করেছেন সৌরভ দাস। তিনি বলেন, ‘ ক্লিকে এর আগেও আমি কাজ করেছি তবে আমার মনে হয় এই সিরিজের কাজ, আজ অবধি করা সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’ সিরিজের আরেক বিশেষ চরিত্র জয়ী দেব রায়। প্রযোজক ঐন্দ্রিলা ব্যানার্জি।