Weather: পারদপতন অব্যাহত, হাওয়া অফিসের পূর্বাভাস জানুন

0
406

দেশের সময় ওয়েবডেস্ক: গতকাল। তার পর আজ। উত্তুরে হাওয়া। তার জেরে কনকনে ঠান্ডা। কাঁপছে কলকাতা সহ গোটা বাংলা। উত্তরবঙ্গেও নেমেছে পারদ। মনের সুখে চেটেপুটে শীত উপভোগ করছে রাজ্যবাসী।

সোমবারই মরসুমের শীতলতম দিন দেখেছেন রাজ্যবাসী। সেই ধারা অব্যাহতমঙ্গলবারও । এ দিনও কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বড়দিনে কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ হতে পারে ২২.৪ ডিগ্রি। আর সর্বনিম্ন ১১.৬, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।

ঠান্ডার কামড় আরও বেশি জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। গত সপ্তাহেই আবহাওয়া দফতর জানিয়েছিল, শনিবার থেকেই নামতে শুরু করবে কলকাতার তাপমাত্রা। সেই মতোই পারদপতন অব্যাহত মহানগরী-সহ রাজ্যের অধিকাংশ জেলায়।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তবে এই উপভোগ করার সুযোগ আরও পাবে বাংলা। অন্তত দিন দুই। জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এখানেই শেষ নয়, ১০ জেলায় চলবে শৈত্যপ্রবাহ। সতর্কতা জারি করা হয়েছে। তবে আরও একটা বিষয়ও স্পষ্ট করেছে আবহাওয়া দপ্তর। বড়দিনে আর কাঁপুনি ধরাবে না কলকাতার হাওয়া। ঠান্ডা কমবে।

তাপমাত্রা এখনকার থেকে অন্তত দু’‌ থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কারণ, দু’‌ দিন পর থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়বে। বড়দিনে সম্ভবত কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার বেশি থাকতে পারে।

Previous articleসবুজ ঝড় : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা দখলের পথে তৃণমূল
Next articleKMC Election: ‘‌পুরভোটে বিজেপি ভোকাট্টা,সিপিএম নো পাত্তা,কংগ্রেস স্যান্ডউইচ ’‌, কলকাতা জয় করে কামাখ্যা যাওয়ার পথে মন্তব্য মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here