Weather Update:বসন্ত কোথায়? সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা , হাওয়া অফিসের পূর্বাভাস

0
453

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের মরশুমেও পিছু ছাড়ল না বৃষ্টি। কনকনে ঠান্ডার ছুটির ঘণ্টা বাজল বলে। তবে শীতের পরে বসন্ত আসার কথা থাকলেও, তার মধ্যেই ঢুকে পড়ছে বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, আগামী কাল, বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। শুক্রবার বৃষ্টি হবে সর্বত্র। শনিবার, সরস্বতী পুজোর দিনেও ভাসবে রাজ্য। তার পরে কি ফের একদফা শীত ফিরতে পারে? তা অবশ্য এখনই স্পষ্ট নয়। ৬ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।

আজ, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭.০২ ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ। সকালের আকাশে কুয়াশা ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে রোদের দেখা মিলছে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামীকাল একধাক্কায় ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে থাকবে পারদ। তাপমাত্রা আরও বাড়বে। বাড়বে পূবালী হওয়ার প্রভাব। তার পরেই শুরু হবে বৃষ্টি। পিছু হটবে শীত। কলকাতা ও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার সতর্কতাও জারি করা হয়েছে। সূত্রের খবর, পাহাড়ি এলাকায় সরস্বতী পুজো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাও ভিজবে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সরস্বতী পুজোর দিন উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুইদিন রাজ্য জুড়েই ঘন কুয়াশার দাপট চলবে। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও পরের দিকে পরিষ্কার হবে আকাশ

Previous articlePhoto Story- Owlets: ভাইরাল হওয়া প্যাঁচার ছবি তোলার গল্প শোনালেন ফোটোগ্রাফার
Next articleমাঘমন্ডল’ পূর্ববঙ্গের এক কুমারী ঐতিহ্য: ড. কল্যাণ চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here