Weather Updates: কালীপুজোর আগে বাংলায় হিমেল হাওয়া? না কি ফের বৃষ্টি? কেমন কাটবে দীপাবলি?

0
136

দেশের সময় ওয়েবডেস্ক:ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। এখন নিম্নচাপের মেঘ কাটলেও এরই মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক জেলায়। 

ঘূর্ণিঝড় ‘দানা’র রেশ কাটতেই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার পরিবেশ। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলার দু এক জায়গায়। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া।

এও জানান হয়েছে কালীপুজো এবং দীপাবলির সময় শুষ্ক এবং হিমেল হাওয়া বইতে পারে। অত্যন্ত মনোরম পরিবেশে কালীপুজো এবং দীপাবলি উদযাপনের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে। 

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়ার শুরু।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়াই থাকবে। পার্বত্য এলাকার দুই এক জেলায় কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতাতেও মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ক্রমশ ফিরবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। 

আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ থেকে কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ক্রমশঃ শুষ্ক হবে আবহাওয়া। কালীপুজো এবং দীপাবলিতে এই মরসুমের প্রথম শুষ্ক হিমেল পরশ থাকতে পারে। মূল শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে।  

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleAmit Shah Live পেট্রাপোলে ‘মৈত্রী দ্বার’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here