দেশের সময়ওয়েবডেস্কঃ আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে মেঘলা। তবে উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস দিয়েছে।
গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। কলকাতায় বৃষ্টির দেখা নেই। তবে এই পরিস্থিতির বদল হবে না বিশেষ। দিন কয়েকের আগে স্বস্তি নেই বললেই চলে। আবাহওয়া দফতরের তেমনই অনুমান।
কলকাতায় এমনই থাকবে আবহাওয়া। সে কথাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন কলকাতার আকাশ থাকবে মেঘলা। দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার অর্থাৎ ২০ জুলাই মাঝারি বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছেন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই। মৌসুমী অক্ষরেখা বিহারের ছাপড়া থেকে উত্তরবঙ্গ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত রয়েছে। ফলে রাজ্যে খুব একটা বৃষ্টি হবে না।
রাজ্যে বৃষ্টি হলেও খুব সামান্য। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। চলতি মাসের ২১ তারিখ একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এবং মৌসুমী বায়ু একটু একটু করে সক্রিয় হবে।
এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। আগামী ৩ দিন কলকাতাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাল, রবিবার (১৮ জুলাই) থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি একটু বাড়বে। ২১ জুলাইয়ের পর থেকে তা বাড়বে। নিম্নচাপ । তারপর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পূর্ব ভারতেই ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। আগামী দিন তিনেক এই পরিস্থিতি থাকবে। তারপর বদলাতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানিয়েছে আলিপুর আবাহাওয়া দফতর।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।