দেশের সময় ওয়েবডেস্ক:জাওয়াদের প্রভাব থেকে মুক্ত হয়েছে বাংলা। মঙ্গলবার থেকেই বঙ্গে আবহাওয়ার উন্নতি হয়েছে। রোদের দেখা সেভাবে না মিললেও, আর বৃষ্টি হয়নি।
তবে নিম্নচাপ কাটলেও চলতি সপ্তাহে শীত পড়ার সম্ভাবনা নেই। হাজির কুয়াশা। বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ল কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাংশ। ব্যাহত হয়েছে উড়ান পরিষেবাও। এটা ঘটনা ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমেছে। সেই জন্যই ভোরে উড়ান চলাচলে ব্যাঘাত ঘটেছে। কেউ কেউ এই ঘন কুয়াশার জন্য মহানগরের বায়ুদূষণকেও দায়ী করছেন।
পরিবেশবিদদের বক্তব্য, শীত যত জাঁকিয়ে বসবে, ততই বাড়বে কুয়াশার দাপট। তার সঙ্গে দূষণ বেড়ে চললে ধোঁয়াশার দাপটও বাড়তেই থাকবে। এদিকে, হাওয়া অফিস বলছে, বাংলাদেশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত ছিল। তার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে ঢুকেছে। রাতে তাপমাত্রা তুলনায় কম থাকায় মাটির কাছাকাছি থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করেছে। তার উপরে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হওয়ায় শীতের সম্ভাবনা মার খাচ্ছে।
আলিপুর হাওয়া অফিসের দাবি, চলতি সপ্তাহে শীত থিতু হওয়ার সম্ভাবনা তো নেই–ই। বরং দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। এই অক্ষরেখা পরবর্তী কালে নিম্নচাপে বদলে যেতে পারে। এর প্রভাবে কলকাতা–সহ উপকূলীয় জেলাগুলিতে ফের জলীয় বাতাস ঢুকবে। আজ, বৃহস্পতিবার কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে। পূর্ব মেদিনীপুরের কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং ও দার্জিলিঙে হালকা বৃষ্টি সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি । গতকাল ছিল ১৯.১ ডিগ্রি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। সর্বনিম্ন ৬৯ শতাংশ।