দেশের সময় ,কলকাতা: পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে তাপমাত্রা। জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহের শেষে শীতের সেকেন্ড স্পেল। তবে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।
দক্ষিণবঙ্গে শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে। ঘূর্ণিঝড়ের কারণে তাপমাত্রা বেড়েছিল অনেকটাই। ভোরে হালকা শিরশিরানি অনুভত হলেও, শীতের আমেজ তেমনটা পাওয়া যায়নি। ডিসেম্বরের শুরুতেই ফের শীতের ব্যাটিং শুরু হবে। একধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। চলতি সপ্তাহেই ভরপুর শীতের আমেজ অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে। ভোরের দিকে কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে। আপাতত সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।
চলতি সপ্তাহে সকালের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ও আগামিকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।