Weather Update :ষষ্ঠীতে কি বৃষ্টি? পুজোর আনন্দ মাটি করতে পারে জোড়া ঘূর্ণাবর্ত !কি জানাচ্ছে হাওয়া অফিস

0
629

দেশের সময় ওয়েবডেস্কঃ পুজো শুরু হয়ে গেছে। রাস্তায় নামছে মানুষের ঢল। দু’বছর করোনার কারণে উৎসবের আনন্দ সেভাবে উপভোগ করতে পারেননি বাংলার মানুষ। তাই এবার সব বাঁধা পেরিয়ে উৎসবে মুডে বাংলা। কিন্তু সবকিছুর মধ্যেই চিন্তায় ফেলেছে বৃষ্টির পূর্বাভাস । বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের অবস্থান কী? নিম্নচাপ সৃষ্টি হলে তা কতটা ভোগাবে? আজ থেকেই কি শুরু হবে বৃষ্টি ? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল তা ইতিমধ্যেই ঘণীভূত হয়েছে। শুধু তাই নয়, উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে এই দুটি ঘূর্ণাবর্ত মিশে গিয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হবে। আর এই জোড়া ঘূর্ণাবর্তর জেরে ভিজবে বাংলা।

তবে আশার আলো দেখাচ্ছে হাওয়া অফিস। এই নিম্নচাপের অভিমুখ এখনও পর্যন্ত ওড়িশার দিকে। ফলে বাংলা ছুঁয়ে বেরিয়ে যাবে। যার জেরে বাংলায় দুর্যোগের সম্ভাবনা কম।

এখন প্রশ্ন হচ্ছে ষষ্ঠীতে কি বৃষ্টি হবে?
হাওয়া অফিস সূত্রে খবর, ষষ্ঠীতে কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। দিনভর আকাশ মেঘলা থাকলেও তেমন বৃষ্টি হবে না বলেই খবর। তবে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা পুজোর আনন্দকে মাটি করবে না, এমনই মত হাওয়া অফিসের।

ষষ্ঠীর সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ঝলমলে। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে শরতের মেঘ। কিন্তু বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ায় পরিবর্তন হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার কলকাতায় মেঘলা আকাশের পাশাপাশি গরমও থাকবে। এক-দু’পশলা বৃষ্টি হলেও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরেই অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণের বেশ কয়েকটি জেলা ভাসতে পারে ভারী বৃষ্টিতে। অষ্টমীতে মূলত উপকূলবর্তী দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।

কলকাতার মতো দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে সেই সম্ভাবনা প্রকট। তবে আজকে তেমন বৃষ্টি না হলেও সপ্তমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে।

দক্ষিণের থেকে উত্তরে আবহাওয়া কিছুটা আলাদা থাকবে। তবে দক্ষিণের মতো উত্তরবঙ্গেও ষষ্ঠী থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে বাঙালিদের কপালে চিন্তার ভাঁজ। জল-কাদায় ডুবে যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কাদা প্যাচপেচে রাস্তা বাঙালির নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখার আনন্দেও ভাটা আনতে পারে। মাটি হতে পারে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অষ্টমী, নবমী,দশমী ৷

Previous articleBangaon Puja: কচুরিপানার মন্ডপে নদীর রঙে মৃন্ময়ী মাকে সাজিয়ে দেবীর আরাধনায় মগ্ন বনগাঁর তরুণ- তরুণীরা : দেখুন ভিডিও
Next articleModi: মোদী স্টিয়ারিং ঘোরালেন দিল্লিতে, গাড়ি চলল সুইডেনে, দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here