Weather Update: শীতের দাপট জারি! ঘন কুয়াশা দিল্লিতে, একাধিক ট্রেন চলছে ৫-৭ ঘণ্টা করে দেরিতে,চলতি সপ্তাহে ফের হাওয়া বদল?

0
377

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের দাপুটে ব্যাটিং জারি।

শৈত্যপ্রবাহ অব্যাহত দিল্লিতে। তারই সঙ্গে ঘন কুয়াশার চাদরে মুড়েছে রাজধানী , যার জেরে দৃশ্যমানতা নেমে এসেছে মাত্র ২০০ মিটারে। কুয়াশার কারণে বেশ কয়েক ঘণ্টা করে দেরিতে চলছে ট্রেন। হাওড়া ও শিয়ালদহ থেকে দিল্লিগামী ট্রেনগুলিও অন্ততপক্ষে ৫-৭ ঘণ্টা দেরিতে রাজধানীতে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে ।

রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার জেরে দেরিতে চলছে ২৯টি ট্রেন, যেগুলির মধ্যে রয়েছে কলকাতা এবং হাওড়া থেকে রাজধানীর উদ্দেশে রওনা হওয়া ট্রেনগুলিও। ফলে বাংলা থেকে যেসব যাত্রীরা রেলপথে দিল্লিতে যাচ্ছেন, তাঁদের বিপুল ভোগান্তির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিয়ালদহ থেকে ছাড়া রাজধানী এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টা দেরিতে চলছে। সাড়ে ৪ ঘণ্টা দেরিতে চলছে হাওড়া থেকে ছাড়া রাজধানী এক্সপ্রেস। হাওড়া থেকে রাজধানীগামী পূর্বা এক্সপ্রেস, যেটির দিল্লি পৌঁছানোর কথা সকাল ৮টায়, সেটি ৭ ঘণ্টা দেরিতে চলছে। যাত্রাপথে নতুন করে দেরি না হলেও দুপুর ৩টের আগে কোনওভাবেই সেটি দিল্লি পৌঁছাতে পারবে না বলে অনুমান করা হচ্ছে।

বাংলা থেকে দিল্লিগামী ট্রেনগুলি দেরিতে চলার অর্থ হল, দিল্লি থেকে কলকাতা ও হাওড়া অভিমুখে রওনা হতেও দেরি হবে ট্রেনগুলির। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, আগামী আরও কয়েকদিন কুয়াশা-পরিস্থিতি একই রকম থাকবে। ফলে দিল্লি থেকে রাজ্যে ফিরতে, কিংবা বাংলা থেকে দিল্লি যেতে যাত্রীদের আরও বেশ কিছুদিন হয়রানির শিকার হতে হবে বলে অনুমান।

দিল্লি, নয়ডা, গুরুগ্রাম সহ সমগ্র উত্তর ভারত জুড়েই কুয়াশার দাপট অব্যাহত। সোমবার সকালে দিল্লিতে দৃশ্যমানতা নেমে এসেছে ২০০ মিটারে। ফলে আলো জ্বালিয়ে অত্যন্ত ধীর গতিতে চলাচল করছে যানবাহন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে এদিন ভোরে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছিল। অন্তত ৪০টি বিমানের সফরসূচি পরিবর্তিত হয়েছে। কিছু বিমানের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

সফদরজং আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা গত এক দশকের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। প্রবল শৈত্যপ্রবাহ আরও দুদিন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে রাজধানীর সমস্ত বেসরকারি স্কুলগুলিকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার।

এদিকে, কনকনে ঠান্ডার আমেজ দুই বঙ্গেই। গত সপ্তাহে রেকর্ড গড়ে পারদ নেমেছে খাস কলকাতাতেও। তবে সোমবার খানিকটা ঠান্ডা কম শহরে। পারদ চড়েছে সামান্য। চলতি সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়ালেই ঝকঝকে রোদের দেখা মিলবে। আকাশ মেঘমুক্ত থাকবে। 

বুধবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা খানিকটা বাড়লেও ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। সপ্তাহান্তে পারদ বেশ খানিকটা বাড়তে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

Previous articleJoshimath land Subsidence : যোশীমঠের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী! উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন নরেন্দ্র মোদীর
Next articleCricket Match: সাংবাদিক বনাম পুলিশ প্রীতি ক্রিকেট ম্যাচ বনগাঁয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here