দেশের সময় ওয়েবডেস্কঃ ‘বৃষ্টি’র জন্য। শুধু কলকাতা নয় , গোটা দক্ষিণবঙ্গের মানুষই চাতক পাখির মত অপেক্ষা করছে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গের মানুষের ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির রেশ জারি থাকলেও দক্ষিণবঙ্গেরপশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বাড়বে অস্বস্তিকর পরিস্থিতি। তাপমাত্রার পারদ চড়বে দক্ষিণবঙ্গে।
আগামী কয়েকদিন কলকাতায় শুষ্ক আবহাওয়া জারি থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিল হাওয়া অফিস। তাপমাত্রাও বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন।
পশ্চিমের জেলাগুলিতেও তাপপ্রবাহ বজায় থাকবে। কয়েকটি জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে ওঠার সম্ভাবনা আছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের পরিস্থিতি আরও খারাপ হবে। তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। সঙ্গে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ৫ জেলায় যেমন বৃষ্টি চলছে তেমনই পরিস্থিতি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম।