Weather Update: বসন্ত পঞ্চমীতে কমল বৃষ্টির ভ্রূকুটি, সরস্বতী পুজোয় শহরে রোদ ঝলমলে আকাশ

0
454

দেশের সময় ওয়েবডেস্ক: বসন্ত পঞ্চমীর সকালে ঝঞ্ঝা কাটিয়ে ফের রোদ ঝলমলে আকাশ। এই আবহাওয়া সকলের কাছে ছিল প্রত্যাশার। কারণ, আজ সরস্বতী পুজো। পাঞ্জাবী-শাড়ি পরার দিন। কচিকাচা থেকে বড়, সকলেই এই দিনটার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করেন। কিন্তু কাঁটা হয়েছিল ঝঞ্ঝা।

শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় পরিষ্কার আকাশ। যার ফলে বৃষ্টির আর তেমন কোনও সম্ভাবনা নেই। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

উত্তুরে হাওয়ার পথ কিছুটা প্রশস্ত হতেই শহর তথা রাজ্যের জেলাগুলির তাপমাত্রা কমেছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চার ডিগ্রি কমে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৪ ও ১৬ ডিগ্রির আশেপাশে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। যার ফলে আরও কয়েকদিন রাজ্যে শীতের আমেজ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Previous articleCerebral palsy: কবিতার কাছে সেরিব্রাল পালসি হেরে গেছে জানাল দুর্গাপুরের দেবস্মিতা
Next articleLata Mangeshkar: ফের লতা মঙ্গেশকর-এর শারীরিক অবস্থার অবনতি, দেওয়া হল ভেন্টিলেশনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here