দেশের সময় ওয়েবডেস্কঃ দোল ও হোলি উৎসবে কী এবার জ্বালা ধরাবে গরম? ক্রমশই বাড়ছে তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির শেষে এসে সকালে দিকে ফুরফুরে হাওয়া থাকলেও বেলা বাড়তেই অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী।
আগামী ৪৮ ঘণ্টায় একই রকম আবহাওয়া দক্ষিণবঙ্গে। মার্চের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা। মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় আবহাওয়ার বদল হবে মার্চের শুরুতে।
সোমবারের মতো মঙ্গলবারও শহরের আকাশ মেঘলা। যদিও কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দিনের এবং রাতে তাপমাত্রায় সেরকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
কিন্তু, ৪৮ ঘণ্টা পর থেকে দিনের এবং রাতে তাপমাত্রা একটু একটু করে বাড়বে অর্থাৎ গরম একটু বেশি অনুভূত হবে। তবে দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
অন্যদিকে, দোলের দিন তীব্র ভ্যাপসা গরমের পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দফতর। দোলের দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সকালের মনোরম আরামদায়ক আবহাওয়া রোদ চড়তেই উধাও। মেঘলা আকাশে আরও অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। দিনভর কলকাতার আকাশ এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও এদিন শহরে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রির কোটা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বাকি অন্যান্য জায়গা গুলোতে আবহাওয়া শুষ্কই থাকবে। এই মুহূর্তে ওয়ার্নিং কোথাও কিছু নেই। সিকিমে ভারী তুষারপাতের জেরে সান্দাফু-ফালুট ঢেকেছে বরফের চাদরে। যদিও দার্জিলিঙে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। তবে হালকা-সামান্য বৃষ্টিতে ভিজলেও ভিজতে পারে শৈলশহর।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ মঙ্গলবার ২৮ শে ফেব্রুয়ারি। উত্তর পূর্ব বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর ভ্যালি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুদিন কাশ্মীর ভ্যালি ও হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস। পাঞ্জাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায় এবং বুধবার চন্ডিগড় ও হরিয়ানাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
দেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আগামী কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। গুজরাতে আগামী দু-তিন দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তারপর থেকে দুদিনে আবার তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আগামী তিন দিনে দুই ডিগ্রি মতন বাড়তে পারে।