Weather Update: বদলাবে কী কলকাতার আবহাওয়া? হাওয়া অফিসের পূর্বাভাস জানুন

0
556

দেশের সময় ওয়েবভেস্কঃ হাওয়া অফিস বলছে  মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে। যার জেরে  ২৭ অগাস্ট পর্যন্ত  হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত চলবে।  তবে ২৮ অগাস্ট থেকে এই বৃষ্টি কমতে পারে। 
 

গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিকে ভাসছে উত্তরবঙ্গ। বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে। যে কারণে  ফের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি  হতে পারে। যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।  উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। শুক্রবারও এই জেলাগুলিতে একই রকম সতর্কতা জারি থাকছে। 
 

গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশে শুরু হয় মেঘসঞ্চার। সন্ধ্যার পর উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। সঙ্গে প্রবল বজ্রপাত হয় উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদের একাংশে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজকে কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে । পাশাপাশি কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খুব একটা ভারী বৃষ্টি হবে না কিংবা জলস্তর বেড়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। 

বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে শহরে।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫  ডিগ্রি  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ  ৯৪   শতাংশ। সর্বনিম্ন  ৭১   শতাংশ। 

আলিপুর আবহাওয়া দফতর  বলছে, লাগাতার ভারী বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলিতে ইতিমধ্যেই জল স্তর বৃদ্ধি পেয়েছে।  নীচু এলাকায়  প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও রয়েছে।এদিকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ ও বীরভূমে তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। 

Previous articleগভীর রাতে নুসরত হাসপাতালে? শুভক্ষণের অপেক্ষায় সঙ্গে যশ
Next articleকাবুল থেকে দেশে ফিরলেন গাইঘাটার যুবক , ডেডলাইনের আগেই আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হবে : জয়শঙ্কর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here