পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই। পৌষের শেষে এসে ফের মুড সুইং আবহাওয়ার। আগামী দু’দিনে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। পরের তিনদিনে প্রায় একই জায়গায় থাকবে পারদ। পৌষ সংক্রান্তির আগে ফের বাড়বে তাপমাত্রা। দেখুন ভিডিও
অর্থাৎ আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার রূপবদল হতে চলেছে। ফের বাংলা জুড়ে কমবে তাপমাত্রা। একধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। ফলে চলতি সপ্তাহে আবারও উত্তর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডার আমেজ অনুভূত হবে।
আজ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। তারপর আরও চারদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
আজ বুধবার থেকে আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের বীরভূম ও পশ্চিম বর্ধমানে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামিকালের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহে ফের নতুন করে তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে সব জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।