দেশের সময়ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার সকাল থেকেই মহানগরে আংশিক মেঘলা আকাশ।
সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রাও। তবে এই আবহাওয়া একেবারেই সাময়িক। কারণ সপ্তাহান্তে ফের ঝেঁপে বৃষ্টি নামবে রাজ্যজুড়ে। বিশেষত বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত সামান্য পশ্চিমের দিকে সরেছে। এর কারণে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, সপ্তাহান্তে ঝড়বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শনিবার ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
মৌসুমী অক্ষরেখা রাজস্থানের সুস্পষ্ট নিম্নচাপ থেকে জয়সালমীর, গোয়ালিয়র, প্রয়াগরাজ, রাঁচি, বাঁকুড়া হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে ত্রিপুরা ও মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা ক্রমশ দক্ষিণবঙ্গ থেকে সরে যাবে।
দক্ষিণবঙ্গের উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটিও ক্রমশ পশ্চিমের দিকে সরে যাবে। এ ছাড়া তামিলনাড়ুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত সঙ্গে সুস্পষ্ট নিম্নচাপ।
আগামী ২৪ ঘন্টায় ওড়িশা জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ সিকিম বিহার এ ছাড়াও ছত্রিশগড় ও কর্নাটকে।
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গ সিকিম এবং বিহারে এছাড়াও ভারী বৃষ্টি হবে ছত্রিশগড় মধ্যপ্রদেশ এবং দক্ষিণের রায়লসীমাতে। উত্তরাখন্ড হিমাচল প্রদেশের কিছু অংশে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা ৷
দক্ষিণ ভারতের তামিলনাডু কেরল ও মাহেতে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ৷