দেশের সময় ওয়েবডেস্কঃ নববর্ষের দিনও কি কষ্ট দেবে এই ভ্যাপসা গরম? এখন এটাই প্রশ্ন কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গের। দিনের বেলা ক্রমেই অসহ্য হয়ে উঠছে আবহাওয়া। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। নিস্তার নেই রাতেও। অথচ উত্তরবঙ্গে বৃষ্টির পর আবহাওয়া এখনও মনোরম। এবার দক্ষিণবঙ্গের জন্য একটু হলেও স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর।
শুক্রবার, নববর্ষের দিন ভোগান্তি খুব একটা কমবে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাল, সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলে হতে পারে ঝড়বৃষ্টি। তবে কালবৈশাখীর সম্ভাবনা নেই। এ কথাও জানিয়ে দিল হাওয়া দপ্তর। কালবৈশাখী হওয়ার জন্য যে রকম পরিস্থিতি দরকার, তা এখনও তৈরি হয়নি।
যদিও বৃষ্টি হয়েও খুব একটা লাভ হবে না। কারণ স্বস্তি এখনই মিলবে না। আবহাওয়াবিদদের মতে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। সেই কারণে ভ্যাপসা ভাব বহাল থাকবে। ঘাম বাড়বে। দিনের বেলা রাস্তায় বেরিয়ে নাকাল হতে হবে কলকাতা তথা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে আজ কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস সেই। আকাশ থাকবে আংশিক মেঘলা।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। উত্তরবঙ্গের বাসিন্দারা কিন্তু আরও ক’ দিন আরামে থাকবেন। আজও সেখানে বৃষ্টি হতে পারে পাঁচ জেলায়। এমনটাই পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।