দেশের সময় কলকাতা: তেতেপুড়ে বাংলা। তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা। রবিবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩০ ছুঁই ছুঁই।
হাওয়া অফিস বলছে ১৯৮০ সালের এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়েছিল ৪১ ডিগ্রি। ২০১৪, ২০১৬ এবং ২০২৩-এও কলকাতার তাপমাত্রা ৪১ ছাড়িয়েছিল। তবে তাপমাত্রার নিরিখে, হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে প্রায় চার দশকের বেশি সময় পর, কলকাতায় এত বেশিদিন দীর্ঘস্থায়ী এই চরম আবহাওয়া।
কলকাতায় আগামী দু’দিন তাপপ্রবাহ হবে না বলে জানাল হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি হাওড়াতেও তাপপ্রবাহে দিন দুয়েকের বিরতি থাকবে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের এই দুই জেলায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলা আকাশের কারণেই তাপমাত্রা সামান্য কমেছে বলে মনে করা হচ্ছে। যদিও কলকাতা এবং হাওড়ায় বাকি এলাকার মতো গরমের অস্বস্তি বজায় থাকবে।
সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে।
সোম মঙ্গলবার তাপপ্রবাহ কিছুটা কমলেও বুধবার থেকে আরও বাড়বে বলে জানানো হয়েছে। বৃহস্পতিতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে, জেলায় জেলায় মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। দু’দিনের জন্য সর্বত্রই তাপমাত্রা দেড় থেকে দুই ডিগ্রি কমবে। যদিও তাতে তাপপ্রবাহের পরিস্থিতিতে কোনও পরিবর্তন হবে না। কলকাতা, হাওড়া ছাড়া বাকি অংশে তাপপ্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত।
সোমবার এবং মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। গরমের দাপটে তার প্রভাব পড়বে না।
হাওয়া অফিস জানিয়েছে, এ বছর এপ্রিল মাসে যত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে, তা গত ৫০ বছরে বিরল। আগেও এই ধরনের গরম পড়েছে কলকাতায়। বেশ কয়েক বার তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪১ ডিগ্রির গণ্ডিও। কিন্তু এই তীব্র গরম এত দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে দেখা যায়নি। গরমের এই ‘স্পেল’ আরও দীর্ঘ হবে বলে জানিয়েছেন আবহবিদেরা। আপাতত কোথাও স্বস্তিদায়ক বৃষ্টির কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। গত কয়েক দিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০-এর বেশি থাকছে। রবিবার রাজ্যে সবচেয়ে বেশি গরম পড়েছিল বাঁকুড়ায়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি। গরমের হিসাবে রবিবার বাঁকুড়া সারা দেশের মধ্যে তৃতীয় ছিল। এ ছাড়া পানাগড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছিল তাপমাত্রার পারদ।