দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মঙ্গলবারের সকালে ঢাকল ঘন কুয়াশায়। মহানগরীর আকাশ সারা দিন হালকা থেকে বিক্ষিপ্ত মেঘে ঢেকে থাকতে পারে। সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।
গত দু’দিন ধরেই কলকাতায় সেই শিরশিরে ভাবটা উধাও ছিল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে যে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকেছিল, তার ফলে উপকূল এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কলিংপং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও সামান্য বৃষ্টি হতে পারে। তবে তা খুবই সামান্য। তবে এর মাঝে ভাল কথাও শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
তারা জানাচ্ছে, রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন ধারে ধীরে কমতে পারে। আর তা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আাগমী ৩-৪ দিনে তা কমতে পারে।