Weather Update: এখনই মুক্তি নেই! ‌জোড়া ঘূর্ণাবর্তে কালী পুজোতেও দুর্যোগের আশঙ্কা

0
1085

দেশের সময় ওয়েবডেস্কঃ বর্ষা এখনও বিদায় নেয়নি। 

দুর্গা পুজোর পর কালীপুজোতেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। অন্তত হাওয়া অফিসের পূর্বাভাস তাই বলছে। 

জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে রাজ্যে। যার প্রথমটা ১৫ অক্টোবর ও দ্বিতীয়টা ২০ অক্টোবর তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে।  

তবে সাইক্লোনের সতর্কবার্তা এখনই দেওয়া হয়নি।

আইএমডি এখনও কিছু জানায়নি কিন্তু হঠাৎই এক সুপার সাইক্লোনের  আশঙ্কায় প্রহর গুনছে বাংলা৷ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সাইক্লোন আর যে কোনও সাইক্লোন নয়, এটা হতে পারে নাকি সুপার সাইক্লোন৷ একাধিক বাংলাদেশী সংবাদমাধ্যমে এই সাইক্লোনের অস্তিত্ব নিয়ে সরব হয়েছে ইতিমধ্যেই৷

এই ঝড়ের গতিও প্রবল হওয়ার আশঙ্কা ২০০ কিলোমিটারের বেশি গতিতে ঝড় বওয়ার আশঙ্কা জারি হয়েছে৷ যদিও এই ভয়াল ভয়ঙ্কর সাইক্লোন আদৌ এই মুহূর্তে তৈরি হবে কিনা তা নিয়ে ভারতীয় আবহাওয়া দফতর মুখে কুলুপ এঁটেছে ৷

ঘূর্ণাবর্তের প্রভাব কতখানি পড়বে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলতে পারেনি হাওয়া অফিস। তবে ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি অব‌্যাহত। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধস নেমেছে। বুধবার দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে চিন্তা বাড়াচ্ছে কালীপুজোর সময় সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। তার প্রভাব কতটা পড়বে, তা এখনও জানায়নি হাওয়া অফিস। 

এদিক আইএমডি  জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হয়ে গেছে৷ আগামী ২-৩ দিন আরও লাগতে পারে৷ এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর কারণে উত্তরপ্রদেশের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷

আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী আগামী ৪ দিনে তামিলনাড়ু, রায়লসীমাতে আগামী ২ দিনে কর্নাটকে  ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷ আগামী ৪-৫  দিনের মধ্যে উত্তর পশ্চিম আর মধ্য ভারতের কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন শুরু করবে ৷

Previous articleManik Bhattacharya: দৌড়ে কোর্টে ঢুকলেন মানিক ভট্টাচার্য, ‘চোর, চোর, চোর’ রব উঠল আদালত চত্বরে,তৃণমূল বিধায়ককে দেখানো হল জুতোও
Next articlePM Narendra Modi: কাশী বিশ্বনাথের পর উজ্জয়িনীর মহাকাল মন্দির উদ্বোধন মোদীর, ‘যোগী’ বেশে পুজো দিলেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here