Weather Update today: সরস্বতী বন্দনায় বজ্রপাতের বিপদ, জারি হলুদ সতর্কতাও, বৃষ্টিতে পন্ড হবে কি পুজোর আনন্দ? দেখুন ভিডিও

0
183


https://youtu.be/KUCnoEsw3QA

দেশের সময় ,কলকাতা :‌ আজ, বুধবার সরস্বতী পুজো। সঙ্গে বাঙালির ভ্যালেন্টাইনস-ডে। এই পুজোর সঙ্গে বাঙালির আবেগ ওতপ্রতভাবে জড়িত। সেই আবেগেই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে যেন আবহাওয়া। তবে আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যদিও বুধবার সকাল থেকে আকাশে রয়েছে রোদ। তবুও হাওয়া অফিস রাজ্যের ১১ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

বুধ ও বৃহস্পতিবার একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। আজ পুরুলিয়া,বাঁকুড়া,দুই বর্ধমান,বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও হালকা বৃষ্টি।

১৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জেলায়। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।  বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

Previous articleWILDLIFE PHOTOGRAPHER OF THE YEAR হিমশৈলের উপর ঘুমন্ত এক মেরু ভল্লুকের এই ছবি পেল ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড
Next articleRation Scam Case Arrest: ‘ডাকু’ – শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বনগাঁর বাসিন্দা বিশ্বজিৎ রেশন দুর্নীতিতে গ্রেফতার , হাওয়ালা যোগ পেল ইডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here