Weather Update: ১২২ বছরে উষ্ণতম ফেব্রুয়ারি,চড়ছে তাপমাত্রার পারদ, বাড়ছে অস্বস্তি

0
398

দেশের সময় ওয়েবডেস্কঃ মার্চের শুরুতেই দিনের বেলায় উধাও মনোরম আবহাওয়া। চড়া রোদে ক্রমেই বাড়ছে অস্বস্তি। বসন্ত উৎসবে তীব্র গরমের ইঙ্গিত বঙ্গে।সেই সময় কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান আবহাওয়াবিদদের।আগামী চার দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

সকাল থেকেই কলকাতার আকাশ কুয়াশাছন্ন। দৃশ্যমানতা অনেকটাই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ এবং দৃশ্যমানতা।

বসন্তে চোখ রাঙাচ্ছিল গরম। গোটা ফেব্রুয়ারি মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৮১ শতাংশ বেশি ছিল। এর আগে ১৯০১ সালে ফেব্রুয়ারি মাসে এইভাবেই দাপট দেখিয়েছিল গরম। হত ফেব্রুয়ারি মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫৪ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি স্বাভাবিকের থেকে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া একটি তথ্যে বলা হয়েছে, দেশের কিছু অংশে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে হিট ওয়েব ঠেকানোর জন্য সাধারণ মানুষকে সতর্ক করার কথাও তাতে বলা হয়েছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামিকাল থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। দোলের সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

শুধুমাত্র কলকাতায় নয়, দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতেও চড়ছে তাপমাত্রার পারদ। কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তবে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আরও। 

অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন। 

IMD সূত্রে খবর, দেশের প্রায় সমস্ত এলাকাতেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য়ে গরম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Previous articleVisva Bharati Basanta Utsav:’বসন্ত উৎসবের নামে চলত তাণ্ডব’, বললেন বিশ্বভারতীর উপাচার্য
Next articleAnubrata Mondal : শেষ রক্ষা হল না, অনুব্রতকে দিল্লি যেতেই হচ্ছে, নির্দেশ দিল আসানসোলের সিবিআই আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here