দেশের সময় ওয়েবডেস্কঃ শহরে কি শীতের আমেজ? শীতের মনমর্জি এবার কিছুতেই বুঝতে পারছেন না সাধারণ মানুষ।শীতের শুরুতে ঠান্ডার জন্য কাতর অপেক্ষা করার পর হাড়কাঁপানো শীত যদিও বা এসেছিল, তার কয়েকদিন পরে সেই শীত একেবারে উধাও কর্পূরের মতো। শীতের সময় শেষ হয়নি, তার আগেই শহরে সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলার দিকে গরমের আমেজ।
মকরসংক্রান্তির মতো সরস্বতী পুজোতেও থাকবে না শীতের আমেজ। সরস্বতী পুজো হতে চলেছে উষ্ণ, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহে কার্যত শীত উধাও হওয়ার কথাই জানাচ্ছে হাওয়া অফিস৷
শনিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। রবিবারের পর থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা। ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। তবে সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে৷ দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস৷
তবে আশা ছাড়ছেন না মানুষ, চাইছেন শেষের দিকে আবার ফিরে আসুক ঠান্ডার আমেজ। আজ তাঁদের জন্য কিছুটা সুখবর। শহরে আজ এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পড়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। যেখানে বৃহস্পতিতে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি, সেখানে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে ১৩.৩-এ নেমেছে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি। সকালের দিকে কুয়াশা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে হাওয়া অফিস এখনও শীতের ব্যাপক ব্যাটিং করে ফিরে আসার আশা শোনাচ্ছে না। উল্টে হাওয়া অফিস সূত্রের খবর, আগামী কয়েকদিনে বেশ কিছুটা বাড়বে তাপমাত্রা। তবে ঠান্ডা জমিয়ে থাকবে উত্তরের জেলাগুলিতে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার রাতে। এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের সমতলেও ঢুকতে পারে। এর প্রভাব থাকবে ২৬ জানুয়ারি পর্যন্ত। তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রাতে বাড়তে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ৷
উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার বদল হবে। আজ ও কাল শনিবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ উত্তরাখন্ড সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।