দেশের সময় , কলকাতা: পৌষের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শীতের ৷জাঁকিয়ে পড়েছে শীত। সংক্রান্তির সকাল থেকেই হাড় কাঁপানো ঠান্ডায় মজেছে বঙ্গবাসী। সপ্তাহের শুরুর দুদিন তাপমাত্রা শীতপ্রেমীদের মুখে হাসি ফোটাবে। তবে বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা তারতম্য ঘটতে পারে। শীতের মাঝেই হালকা বৃষ্টির ছিটেফোঁটা দেখতে পারেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বাদ যাবে না কলকাতাও।
সপ্তাহের শুরু থেকেই শুষ্ক পিচে চালিয়ে খেলবে শীত। সকালে দিকে কুয়াশায় ঢাকতে পারে কিছু এলাকা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার সর্বনিম্ন ১২ ডিগ্রি থেকে সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তিলোত্তমায়। মঙ্গলবার পর্যন্ত একই তাপমাত্রা থাকবে। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বুধবার থেকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। বুধবার এবং বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা।
রাজ্যের পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ চলবে। পুরুলিয়া-সহ পশ্চিমের কিছু অংশে শৈত্যপ্রবাহ আজও। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা।
রাজ্যের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা ৫০০ মিটারের মধ্যে নেমে যাওয়ার আশঙ্কা। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
একদিকে শৈত্য প্রবাহ; অন্যদিকে ঘন কুয়াশার সর্তকতা। তাপমাত্রা ক্রমশ বাড়বে। কমবে শীতের দাপট। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে ৷ আগামিকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে।