দেশের সময় কলকাতা: আজ, শনিবার সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা বা পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রাতের তাপমাত্রা সামান্য কমেছে; বেড়েছে দিনের তাপমাত্রা।
জাঁকিয়ে না হলেও কিছুটা শীতের আমেজ ফিরল বাংলায়। মাসের শেষেও কী এমন ঝোড়ো ব্যাটিং শীতের? এর আগে প্রায় ১৭ এর কাছাকাছি পৌঁছে যাওয়া রাতের তাপমাত্রা ফের নামল ১৪ এর ঘরে। তবে ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পতনের ইঙ্গিত নেই। ২৪ জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গে অবশ্য আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে থাকবে ঘনকুয়াশার দাপট।
কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘুনাবর্ত। শ্রীলঙ্কা উপকূলের কাছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
কেমন থাকবে আজ কলকাতার আবহাওয়া?
কিছুটা নিম্নমুখী রাতের পারদ। রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা। এরপর দুই তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা ২৩ জানুয়ারির পর। গতকালও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে ছিল। আজও তার ব্যতিক্রম হবে না। সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বিকেলের পর শুষ্ক হবে আবহাওয়া।
রাতের তাপমাত্রা ১৬.১ থেকে কমে ১৪.৭ ডিগ্রি । গতকাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে ২২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রাতে ৭২ শতাংশ এবং দিনে ৯৪ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায়। সকালে আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর মূলত শুষ্ক আবহাওয়া।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ?
কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার দাপট। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শীতল দিনের পরিস্থিতি। কোল্ড – ডে থাকবে রবিবার পর্যন্ত। দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টি চলবে।
সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা।