Weather update: ভ্যালেন্টাইনস ডে’তে আপনার প্রেমে কাঠি করতে হাজির ‘ বহুরুপী’ আবহাওয়া , বিদায়বেলায় ‘কামব্যাক’ করল শীত, শৈত্যপ্রবাহের সতর্কতা রাজ্যে! দেখুন ভিডিও

0
236

দেশের সময় , কলকাতা : বিদায় বেলায় ফের ‘কামব্যাক’ করল শীত। দিন কয়েক আগেই রাজ্য থেকে ‘উধাও’ হয়েছিল ঠান্ডা। তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। গায়ে শীতপোশাক চাপিয়ে রাখা দায় হয়েছিল। কিন্তু এক সপ্তাহের মধ্যেই বদলাল রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস।

আবহাওয়ার যা খামখেয়ালিপনা, ঘন ঘন রূপ বদলাচ্ছে। মাঝে কিছুদিন ভ্যাপসা অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে আবার চড়ছে শীতের পারদ। শনিবার আরও খানিকটা নেমেছে তাপমাত্রা। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

তবে এবারেরও শীতের স্পেল খুব একটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। এ সপ্তাহটা কাটলেই সোমবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। ফলে সরস্বতী পুজো কিংবা ভ্যালেন্টাইনস ডে’তে যদি আপনার প্রিয়জনের সঙ্গে কোনও প্ল্যানিং থাকে, তাহলে গরমও সঙ্গী হতে পারে আপনাদের। পূর্বাভাস বলছে, সরস্বতী পুজোয় কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে শৈত্যপ্রবাহ চলতে পারে। কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপতে পারে এই জেলাগুলির মানুষ। পুরুলিয়া জেলায় রবিবারও শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।শনিবার কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও। গোটা রাজ্যেই মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকতে পারে।

শনিবার কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও। গোটা রাজ্যেই মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকতে পারে।

চলতি মরশুমের শেষ ইনিংস খেলছে শীত।উষ্ণতার অবনমনের কারণে ফের জবুথবু বঙ্গবাসী। সরস্বতীর পুজোর আগেই শীতের বিদায় হবে, এমনটাই ভেবে নিয়েছিলেন অনেকে। তবে যাব যাব করেও ফের ঘুরে এল শীতের প্রকোপ।

Previous articleSandeshkhali Agitation: ‘নিয়ন্ত্রণে সন্দেশখালি’, বলছেন পুলিশের বড় কর্তা ,শিবু-উত্তমদের গ্রেফতারের দাবিতে অনড় গ্রামবাসীরা
Next articleMithun Chakraborty Hospitalised শুটিং চলাকালীন  গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here