দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের বিদায় কি আসন্ন! চলতি শীতের মরসুমে মাত্র দিন কয়েক কনকনে ঠান্ডার আমেজ পাওয়া গিয়েছে।

জাঁকিয়ে শীত পড়া তো দূরের কথা, বাংলায় ঠান্ডা ক্রমশ কমছে। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। সপ্তাহভর বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোট কথা শীতের বিদায় নিয়ে গরম পড়বে বলেই পষ্টাপষ্টি জানিয়ে দিল আবহাওয়া দফতর।

জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই শীত বিদায়ের প্রস্তুতি নিল। রবিবার থেকে ক্রমেই তাপমাত্রা বাড়বে বঙ্গ জুড়ে। সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হলেও হালকা শীতের আমেজ থাকবে। আগামী পাঁচ দিন দিনের ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। চলতি সপ্তাহেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। 

রবিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯৪ শতাংশ। সকাল থেকেই উধাও সেই শীতের আমেজ। আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো তাপমাত্রা বাড়বে শহরে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে খানিকটা উপরে থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

এইমুহূর্তে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এছাড়া আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের উপরে। সেইসঙ্গে বঙ্গোপসাগরের উপরেও তৈরি হচ্ছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ফলত বাধা পাবে উত্তুরে হাওয়া। পশ্চিমবঙ্গে যা হাওয়া ঢুকবে, তা সমুদ্রের দিক থেকে ঢুকবে। তাই উত্তরবঙ্গে তুলনামূলক ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশিই থাকতে চলেছে।

অন্যদিকে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচলপ্রদেশে আগামী মঙ্গল ও বুধবারে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিলাবৃষ্টির জেরে বিপর্যস্ত হতে পারে উত্তর-পশ্চিম ভারত।

হাওয়া অফিস জানাচ্ছে, পাকিস্তান, আফগানিস্তানের পশ্চিমী ঝঞ্ঝা, রাজস্থানের ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে বাংলাতেও। এর জেরে জানুয়ারিতেই চড়ল পারদ। তবে আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here