দেশের সময় , কলকাতা: বড়দিনের আর বেশি দেরি নেই। তার আগেই কনকনে ঠান্ডায় কাবু বঙ্গবাসী। বছর শেষে কি রাজ্যে জাঁকিয়ে বসতে পারে শীত, কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?
কলকাতা: শীতে জলীয় বাষ্পের কাঁটা! এই বারও ‘উষ্ণ’বড়দিনের পূর্বাভাস। কেন একই দুর্দশা! তাপমাত্রা বাড়বে কেন? আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। ফলে বাধা পাবে উত্তুরে হাওয়া, কমবে ঠান্ডা। বড়দিনের আগেই তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বড়দিনে ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার পারদ। জেলাতেও ঠান্ডা কমবে। বড়দিনে ১৩-১৪ ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা। গত বছরও বড়দিনে ঠান্ডার বালাই ছিল না। ১৭.২ ডিগ্রিতে পৌঁছয় আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা।
নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে সবে শীতে আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। নভেম্বর মাসটা ঠান্ডার আমেজ না পেলেও ডিসেম্বরে ঠান্ডার মজা পেতে শুরু করেছিল বঙ্গবাসী। কিন্তু সেই সুখ বেশিদিন টিকল না। আবার উষ্ণতা বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। কিন্তু যাঁরা ঠান্ডা পছন্দ করেন না তাঁরা আপাতত স্বস্তিতেই থাকবেন। কারণ হাড়কাপুনে শীত নয়, হালকা ঠান্ডার আমেজেই মজা পাবেন শীতকাতুরেরা।