আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, খুব শীঘ্রই জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। তবে তার আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। জানা গিয়েছে, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। শক্তি বাড়িয়ে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর।তবে এই নিম্নচাপের অভিমুখ আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। এই নিম্নচাপের প্রভাব পড়ছে না বাংলায়।
তবে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা মেঘের সঞ্চার হতে পারে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা।
বৃষ্টির ভাব কেটে গেলেই জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা। এর ফলে শীত বাড়বে কয়েকটি জেলায়। আগামী চার থেকে পাঁচ দিন আরও কমবে তাপমাত্রা। আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
তবে শীতের আমেজ থাকবে। জাঁকিয়ে শীতের সম্ভাবনা নভেম্বরে নেই। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি কমে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।