দেশেরসময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার থেকেই রোদের দেখা মিলেছে। তার সঙ্গে গরমও বেড়েছে। তবে এই পরিস্থিতি সাময়িক।

মেঘ সরে রোদ ঝলমলে আকাশ, বাড়ছে তাপমাত্রাও, কবে ফের ঝড়বৃষ্টি আসছে রাজ্যজুড়ে বুধবার থেকেই দুর্যোগ কাটতে শুরু করেছিল।চৈত্র মাস শেষ হতে এখনও ঢের দেরি, তবু ঝড়বৃষ্টির বহর দেখে মনে হচ্ছে, বসন্তেই বুঝি অকালবর্ষা এল ।

কয়েকদিন ধরে টানা ঝড়জলের পরে উইকেন্ডে একটু শান্ত হয়েছে আবহাওয়া। তবে আবহাওয়া দফতর বলছে,

আগামী রবিবার অর্থাৎ ২৬ তারিখ থেকেই রাজ্যে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা। হাওয়া অফিসের পূর্বাভাস, মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনায় হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু’‌এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত চলতে পারে এই ঝড়-বৃষ্টির স্পেল। তার আগে আপাতত তাপমাত্রা বাড়বে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।

দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম, মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হবে। বুধ-বৃহস্পতিবার পর্যন্ত স্পেল চলতে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি– এই জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আগামী কাল থেকে এই জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া। দু’দিন সামান্য বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

উত্তর পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার মেঘ। ক্রমে এই ঝঞ্ঝা এগোবে পূর্বদিকে। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্তের উপস্থিতি। রায়েল সীমা থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে অক্ষরেখা।

উত্তর-পশ্চিম ভারতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জম্মু ডিভিশনে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি-সহ উত্তরপ্রদেশের একাংশে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলায় আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরা আশঙ্কা।

আজও কাল শুক্র ও শনিবার উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশে বজ্রবিদ্যুৎসহ ও বৃষ্টি শুরু হবে। হালকা মাঝারি ও বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি-সহ উত্তরপ্রদেশের একাংশে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও পঞ্জাবে।

শনি ও রবিবার মধ্যপ্রদেশ সহ মধ্য ভারতের বেশকিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টির আশঙ্কা মধ্যপ্রদেশ ছত্তীশগড় ও বিদর্ভে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা শুক্রবার কর্ণাটক, তেলেঙ্গানা এবং কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং বাংলায় আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here