দেশের সময় ,কলকাতা :উত্তুরে ঠান্ডা হাওয়ার পাশাপাশি ছিটেফোঁটা বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাত থেকেই কলকাতার বেশ কয়েকটি জায়গা ভিজেছে অতি হালকা বৃষ্টিতে। বুধবার সকাল থেকেও আকাশ মেঘলা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।
২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে ফের রাজ্যে ঢুকতে শুরু করেছে জলীয় বাষ্প। তার জেরেই এই পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ।
এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি। তার উপর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। এদিন উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।
বৃহস্পতিবারও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং জেলায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার কালিম্পং জেলার কয়েকটি এলাকায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।