Weather Update: পয়লা বৈশাখের আগে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ,স্বস্তির বৃষ্টি কবে?

0
705

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃষ্টির আশাই নেই। তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নববর্ষ গরমে হাঁসফাঁস করেই কাটবে বঙ্গবাসীর। পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো গরম হাওয়া বইবে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে। বর্ধমানে ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়ায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দমদম বিমানবন্দরে তাপমাত্র চড়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিসের পূর্বাভাস, লকাতার তাপমাত্রা আরও বেড়েছে। আগামী কয়েকদিনে আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়বে। বাংলায় অন্তত সাত জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বেলা বাড়লেই লু বইবে। দুপুরে রাস্তায় বেরোতে নিষেধ করছেন আবহাওয়াবিদরা। শুষ্ক ও গরম হাওয়ায় হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। গরমে জ্বালাপোড়া র‍্যাশ থেকেও সতর্ক করা হচ্ছে।

সপ্তাহান্তে পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয় সাত জেলায় তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। রবিবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।

গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতায়। আগামী শনিবার অবধি তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। কলকাতাতেও গত কয়েক দিনে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে পারদ ওঠানামা করছে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে গরম আরও বাড়বে।  বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে।

উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রার পারদ আরও চড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

দেশজুড়েই গরম বাড়ছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী পাঁচ দিন তাপমাত্রা বাড়বে আরও ২-৩ ডিগ্রি। দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

কেরালা থেকে মহারাষ্ট্র পর্যন্ত অবস্থান করছে পুবালি অক্ষরেখা ৷কর্ণাটক ও মারাঠাওয়াড়ার মধ্যে দিয়ে তা গিয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে উত্তর-পশ্চিম ভারতে। আগামী পাঁচদিন দেশজুড়ে তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে ওডিশাজুড়ে।

মহারাষ্ট্র বৃহস্পতি এবং শুক্রবার স্বস্তির বৃষ্টি পেতে পারে। উল্লেখযোগ্যভাবে, চলতি বছর স্বাভাবিক হবে বর্ষা, মৌসম ভবনের তরফে জানানো হয়েছে এমনটাই। ফলত স্বস্তিতে সাধারণ মানুষ। কৃষকদের ক্ষেত্রে তা বড় ঘোষণা।

Previous articleWeather Update: এ তো ট্রেলার,পয়লা বৈশাখের আগে তাপমাত্রা কোথায় চড়বে? জানুন
Next articleSummer Vacation: চৈত্রেই ৪০ পার! পুড়ছে বাংলা,তীব্র দাবদাহের মধ্যে এগোল গরমের ছুটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here