Weather Update: নিম্নচাপের সতর্কতা বাংলাজুড়ে, আজ থেকেই আবহাওয়া বদল? কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস?

0
516

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে কোথাও হালকা বা কোথাও ভারী বৃষ্টি চলছে। ভ্যাপসা গরমের থেকে রেহাই দিতে এই কয়েক পশলা বৃষ্টিই যেন রাজ্যবাসীর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তবে ফের ধেয়ে আসছে নিম্নচাপ। কোন জেলায় কতটা ভারী বৃষ্টির পূর্বাভাস?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘণ্টা পর তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
 

আজও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
 
আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

১৩ সেপ্টেম্বর উপকূলবর্তী এলাকায় দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
 
মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে গেলে শনিবারই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে হাওয়ার দাপট খানিকটা বেশি থাকবে।
 

Previous articleDaily Horoscope: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল অনুযায়ী
Next articleহাবড়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার,তাতে লেখা ‘বিজেপি-র দালাল’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here