Weather Update: দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! সপ্তাহভর জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস,মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

0
82

দেশের সময় , কলকাতা : জুনে বৃষ্টির ঘাটতিতে ভুগেছে দক্ষিণবঙ্গ। তবে আপাতত বঙ্গে পুরোদমে প্রবেশ করেছে বর্ষা। জুলাইয়ের প্রথম সপ্তাহেই বাংলা জুড়ে দুর্যোগের পূর্বাভাস। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। যার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে টানা দুর্যোগে ক্রমশই বিপদসঙ্কুল উত্তরবঙ্গ।

দক্ষিণবঙ্গে আজ ও কাল কমবে বৃষ্টি। সোমবার দিনভর মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। উপকূল সংলগ্ন এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। আগামী কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

আজ সোমবার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। সেক্ষেত্রে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি।

আগামী দুই-তিন দিনে মৌসুমি বায়ু পশ্চিম রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়, পাঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে। অন্যদিকে, গুজরাত, অসম, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূণাবর্তের রূপে অবস্থান করছে নিম্নচাপ। এছাড়াও একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে ওড়িশা পর্যন্ত। আরও একটি অক্ষরেখা গুজরাত থেকে বিহার পর্যন্ত রয়েছে যা মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে। যার প্রভাব পড়ছে বাংলার আবহাওয়ায়। 

উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পয়ে।

বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে। মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে।

Previous articleWeb Series ক্লিকে আসছে ‘মিল্কশেক মার্ডার’, আন্তর্জাতিক স্তরের রহস্যধর্মী ওয়েব সিরিজ
Next articleNational Medical College ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ধুন্ধুমার!চিকিৎসায় গাফিলতির কথা বলতেই রোগীর আত্মীয়দের লাঠিপেটা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here