দেশের সময় ওয়েবডেস্কঃ আকাশ থেকে যেন আগুন ঝরাচ্ছেন সূর্যদেব। এই পরিস্থিতিতে রাজ্যের পশ্চিমাঞ্চলের ৫টি জেলায় তাপপ্রবাহের আশঙ্কাপ্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷
তীব্র গরমের দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।চলতি বছরে মার্চেই রেকর্ড তাপমাত্রা বৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা ছিল সকলের। তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাক্ষী থেকেছেন অনেকেই। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই ছিল। নতুন বছরের শুরুতে যদিও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
সকাল থেকে কলকাতা ও শহর সংলগ্ন অঞ্চল মেঘলা থাকলেও আজ বৃষ্টির পূর্বাভাস নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম আরও বাড়বে। তবে আগামী ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ।