Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! কিন্তুু কবে? হাওয়া বদলের খবরও দিল আলিপুর

0
742

দেশের সময় ওয়েবডেস্কঃ হাঁসফাঁস গরমে ওষ্ঠাগত প্রাণ! কলকাতার তাপমাত্রাও ৪০ ডিগ্রি ছুঁইছুঁইগরমের দাপটে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের ৷ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণের বেশ কিছু জেলায় লু বইছে। আবহাওয়া নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পারতপক্ষে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এর মাঝেই আবার হাওয়া বদলের খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আরও দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুক্রবার থেকে আবহাওয়ার খানিক পরিবর্তন হবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বৃষ্টির জন্য শুক্রবারের পরেও আরও দিন দুয়েক অপেক্ষা করতে হবে। আগামী সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দার্জিলিং সহ উপরের দিকের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। বৃষ্টি চলতে পারে তারপরেও।

এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের তেজ অনেক বেশি থাকবে বলে পূর্বাভাস। আগামী ২ দিন সেখানে লু বইবে। তাপমাত্রাও ৪০-৪১ ডিগ্রি, কোথাও কোথাও তারও বেশি।

প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস করছেন বাংলার মানুষ তখন বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের যে কোনও পূর্বাভাসই স্বস্তির। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায় তাই বৃষ্টির আশায় দিন গুনতে শুরু করলেন সকলে। এখন দেখার আলিপুরের এই পূর্বাভাস মেলে কিনা।

Previous articleHanskhali Rape Case: হাঁসখালিকাণ্ডে নয়া মোড়, অভিযুক্তের বাবা গ্রেফতার, সিবিআইয়ের জালে তৃণমূল নেতা সমরেন্দু
Next articleGobardanga : ভিলেজ অফ থিয়েটার-এর সার্ধশতবর্ষ উদযাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here