Weather Update: কেরলে বর্ষা ঢুকছে দু’তিন দিনে ,আজ ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

0
922

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ৷ বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় হাল্কা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় মাঝারি মানের বৃষ্টি হবে। এর মধ্যেই আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু প্রবেশ করবে কেরলে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দিনের বেলায় তাপমাত্রা চড়া। বেলা বাড়লেই আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.৬ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় হওয়ার সম্ভাবনা বেশি। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি– এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম আরব সাগরে পৌঁছে গেছে মৌসুমী বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে।

আগামী দু-তিন দিনে কেরলে প্রবেশ করতে পারে বর্ষা। এর মধ্যেই বিহারে ঘনিয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বাতাস সক্রিয় বঙ্গোপসাগরে।

Previous articlepollution : পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বনগাঁ পুরসভা
Next articleArt Exhibition:আবার দেখা হবে কোনো একদিন!বনগাঁর প্রখ্যাত চিত্রশিল্পী মাধব চন্দ্র নাথ স্মরণে শৈল্পিক ক্যানভাসের দু’দিনের চিত্র প্রদর্শনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here