দেশের সময় , ওয়েবডেস্কঃ কুয়াশা কিছুতেই যেন পিছু ছাড়ছে না।শীত বিদায় না জানালেও, কুয়াশার দাপট এখনও জারি রয়েছে বঙ্গ জুড়ে। ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই ভোরের দিকে কুয়াশা থাকবে ।
ভোরের দিকে কুয়াশার জেরেই খুব হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। তবে বেলা বাড়লেই আবহাওয়ার পরিবর্তন! ক্রমেই বাড়ছে তাপমাত্রার পারদ। তবে কি ফাল্গুনেই গরমে হাঁসফাঁস দশা শুরু হবে?
এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকেই তাপমাত্রার বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
ভোরে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে বুধবার পর্যন্ত। দিনের বেলায় রীতিমতো গরম বাড়বে। জেলায় জেলায় ভোরের দিকে হাল্কা হিমেল হাওয়া থাকতে পারে আগামী চার-পাঁচ দিন। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে ভোরের দিকে। বাংলাদেশ ও উত্তরবঙ্গ সংলগ্ন নদিয়া মুর্শিদাবাদেও কুয়াশার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ছত্তিসগড়ের দিকে একটি ঘূর্ণাবর্তের কারণে আকাশ আংশিক মেঘলা রয়েছে। আগামী দুই তিনদিন মেঘলা থাকলেও কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হতে পারে মঙ্গল ও বুধবার। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় রাতে এবং সকালে মনোরম আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা আজ সোমবার থেকে বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৯৫ শতাংশ। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনের বেলা।
আবহাওয়াবিদরা বলছেন, একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগড় এলাকায় যেটি ক্রমশ দুর্বল হচ্ছে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সঙ্গে একটি জেট স্ট্রিম উইন্ড রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কচ্ছ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আগামী ২৪ ঘন্টায় গুজরাট ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রিতে পৌঁছে যাবে। গুজরাটে তাপপ্রবাহ চললেও বৃষ্টি ও তুষারপাত হবে জম্মু-কাশ্মীরে। অন্যদিকে পাঞ্জাব-হরিয়ানাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার পর্যন্ত মনোরম আবহাওয়া থাকলেও, তারপর থেকে আরও বাড়বে তাপমাত্রা। কুয়াশার দাপট থাকবে আগামী চারদিন।
মৌসম ভবন জানাচ্ছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এলাকায়। তবে তা ক্রমশই দুর্বল হচ্ছে। উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে ।
আগামী মঙ্গলবার পর্যন্ত জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর , মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়।
উত্তর পূর্ব ভারতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমের কিছু এলাকায়। সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ।