
বাংলার আবহাওয়ায় আমূল পরিবর্তন। ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্য। তার মধ্যে সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আর কয়েক ঘণ্টা পরেই চরম দুর্যোগের ঘনঘটা বাংলায়। একটানা চারদিন তুমুল ঝড়বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। যার জেরে আগেভাগেই জারি হল সতর্কতা।
আজ, বৃহস্পতিবার একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। একই সঙ্গে একাধিক জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা।

বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলায়। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে।

শনিবারও বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বাকি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমানে। বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে রবিবারও।


