বর্ষণের ইঙ্গিত অনেকদিন ধরে মিললেও সেভাবে বৃষ্টির দেখা নেই বাংলায় । বিক্ষিপ্তভাবে কিছু জেলায় অল্প-বিস্তর বৃষ্টি হলেও গরমে কোনও প্রভাব পড়ছে না। বরং দাবদাহ আরও বাড়ছে। বৈশাখের শুরুতেও কি এমন অবস্থা থাকবে, নাকি স্বস্তি দেবে বৃষ্টি? এই প্রশ্নই এখন রাজ্যবাসীর মনে।
হাওয়া অফিস জানাচ্ছে, একটানা সাতদিন ঝেঁপে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা বাংলায়। কালবৈশাখীর দাপটে তোলপাড় হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। টানা চারদিন জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতা। এমনকী নববর্ষে, উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না। সেদিনও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে তাপমাত্রার আর বিশেষ হেরফের হবে না।
চলতি সপ্তাহ জুড়ে তো বটেই, আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চারদিন হলুদ সতর্কতা জারি রয়েছে সব জেলায়।
সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টির দাপট খানিকটা কমতে পারে। পয়লা বৈশাখেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এই বছর গড়ে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকতে পারে বাংলায়। কলকাতায় ৪৫ ডিগ্রি হওয়ার সম্ভাবনাও প্রবল। এতএব বোঝাই যাচ্ছে, কী পরিস্থিতি আসন্ন।