Weather update এবার গরম থেকে রেহাই, টানা ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
157

দেশের সময় ,কলকাতা : অসহনীয় গরম থেকে মিলবে রেহাই। আজ অস্বস্তিকর আবহাওয়া থাকলেও, বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় ঝড়বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।বৃষ্টি হলেও কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।

আগামী শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে শুক্রবারের পরেই। তবে তার আগেই দক্ষিণবঙ্গে শুরু হবে প্রাক্‌-বর্ষার বৃষ্টি। ফিরবে স্বস্তি।

তেমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও দিন কয়েক বাকি থাকলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। প্রাক্‌-বর্ষার বৃষ্টিতে দহনজ্বালা থেকে মুক্তি পেতে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগবে।

Previous articleMamata Banerjee ডিসেম্বর থেকেই মিলবে আবাসের টাকা, দুর্নীতি ঠেকাতে নতুন করে সমীক্ষার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next articleTMC Candidate:  উপনির্বাচনে বাগদায় মতুয়া প্রার্থীর দাবি , মমতাকে চিঠি দিচ্ছেন তৃণমূল নেতারা,পোষ্টার বিতর্কে বিজেপি: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here