Weather update আজও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

0
148

দেশের সময় কলকাতা :দোলের দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। আর তা অক্ষরে-অক্ষরে মিলিয়ে বিকেল থেকেই ঝড়-বৃষ্টি হয় রাজ্যের বিভিন্ন জেলায়। কলকাতাতেও বয়েছিল ঝোড়ো হাওয়া। বুধবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেও গরম বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আজ বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কিন্তু, এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

বুধবারে আবহাওয়ার উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ।

আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এই সপ্তাহেই রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বিক্ষিপ্তভাবে মালদা এবং দিনাজপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

উল্লেখ্য, মার্চ মাসে গরম বাড়বে দেশজুড়ে। ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে দেশের বেশ কিছু এলাকায়। দক্ষিণ ভারত ও পশ্চিমের কিছু রাজ্যে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে।

Previous articleLok Sabha Election 2024 মমতাকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শো-কজ় নোটিস ধরালেন দিলীপকে
Next articleHoliহোলিতে রঙিন হল বাংলা ছবি ‘এটা আমাদের গল্প ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here