Weather Update: ‌‘অসুর’ নিম্নচাপ,কলকাতা সহ একাধিক জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা,পন্ড হতেপারে পুজোর বাজার

0
818

দেশের সময় ওয়েবডেস্কঃ পুজোর বাকি আর মাত্র সপ্তাদুয়েক।কিন্তু নিম্নচাপের বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। পুজোর বাজারের চিন্তা বাড়িয়ে হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা যেভাবে ছড়িয়েছে, তার প্রভাবে বুধবারও বৃষ্টি হবে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও চার জেলায় দিনভর ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া। তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। থামতে পারে বৃষ্টি।ফলে বুধবারও পন্ড হতে পারে পুজোর বাজার।

মঙ্গলবার দিনভর শহরে বৃষ্টিপাত হয়। আকাশ ছিল মেঘলা। তাপমাত্রা একধাক্কায় নেমেছিল অনেকটাই। বুধবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিনও দিনভর আকাশ থাকবে মেঘলা। রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি এবং গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। বৃষ্টিপাতের জেরে একধাক্কায় কমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে কলকাতার আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে চলেছে।

এটা ঘটনা নিম্নচাপ কাটলেও নিম্নচাপের অক্ষরেখা এখনও বিস্তৃত রয়েছে ছত্তিশগড় থেকে বাংলাদেশ পর্যন্ত। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই গেছে। আর তার ফলে বুধবারও রয়েছে কলকাতা সহ আরও চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে, চার জেলায় ভারী বৃষ্টি ছাড়াও দক্ষিণেবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধে ভারী বৃষ্টি পেতে পারে- দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর। অন্যান্য জেলাগুলিতেও রয়েছে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে কোটা গুনা হয়ে অম্বিকাপুর, রাঁচির উপর দিয়ে দিঘা মারফত বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ শক্তি হারানোর পর বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি সামান্য বদলাবে।

দেশের একাধিক রাজ্যে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও উত্তর-পূর্ব ভারতেও হতে পারে ভারী বৃষ্টিপাত, আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই।

Previous articleIdentity Card : ভুয়ো ভোটার- আধার কার্ড বিক্রি বাংলাদেশিদের, বনগাঁয় গ্রেফতার এক যুবক
Next articleDURGA: দুর্গাপূজায় যে দেবতা না থেকেও রয়েছেন !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here