দেশের সময়ওয়েবডেস্কঃ হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল, তা অক্ষরে অক্ষরে মিলে গেল। বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে আজ অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে।
নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল কলকাতা। মঙ্গলবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। সারারাত বৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টিতে কার্যত ভেসে গেছে তিলোত্তমা।
শুধু বৃষ্টি নয়, সঙ্গে দোসর ঠান্ডা ঝোড়ো হাওয়া। হাওয়ার দাপটে রাতেই নিউ আলিপুরে উপড়ে পড়েছে গাছ। কোথাও কোথাও ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই রাস্তাঘাটে জল জমে গেছে। তারাতলা নিউ আলিপুরের রাস্তাঘাট রাত থেকেই জলমগ্ন। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। রাস্তায় স্বাভাবিক গতিতে যান চলাচল করতে পারছে না। গতি আগের চেয়ে ধীর হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বাংলা অভিমুখী হয়ে বর্তমানে উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। পরবর্তী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ আরও সক্রিয় হয়ে উঠবে ও শক্তি বাড়াবে।
এদিন ভোর ৪.৩০ থেকে ৮.১৫ পর্যন্ত গঙ্গার লকগেট বন্ধ ছিল। ফলে বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে। এরপর আবার বিকেলে ৪.৪৫ থেকে ৮.৪৫ পর্যন্ত লকগেট বন্ধ রাখা হবে।
আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার দিনভর এই ভোগান্তি চলবে। সারাদিনই বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরেই এই বৃষ্টি। তবে এই নিম্নচাপ ক্রমশ সরছে পশ্চিম দিকে। তার ফলে বাংলার পশ্চিমের জেলাগুলি অতিভারী বৃষ্টিতে ভাসতে চলেছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
সমুদ্রে বইছে দমকা হাওয়া, এই কারণে মঙ্গলবারের পর বুধবারেও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।