Weather Update: সকাল থেকে রিনিঝিনি বৃষ্টিতে ভিজল তিলোত্তমা!কেমন থাকবে আবহওয়া জেনে নিন আপডেট

0
476

বর্ষাসুরের তাণ্ডবে প্রতিমা শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ!কুমোরটুলির চেনা ব্যস্ততা খানিক উধাও :

অর্পিতা বনিক ও সৃজিতাশীল, দেশের সময় : পুজোর বাকি আর মাসখানেক। তার আগে মেঘের ‘মেজাজ’ দেখে মাথাব্যথা শুরু হয়েছে কুমোরটুলির। বর্ষাসুরের তাণ্ডবে কার্যত সূর্যের দেখা মিলছে না সে ভাবে, ফলে কয়েক দিন ধরে মেঘ-বৃষ্টির লুকোচুরিতে কুমোরটুলির চেনা ব্যস্ততা খানিক উধাও। পরিস্থিতি এমনই যে, আবহাওয়ার সঙ্গে লড়াই করে সময়ে প্রতিমা আদৌ মণ্ডপে পাঠানো যাবে কি না, সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে কুমোরটুলির অন্দরে। এ বিষয়ে কি বলছেন শিল্পীরা দেখুন ভিডিও

বিশ্বকর্মা ও গণেশ পুজোর রেশ কাটিয়ে শহরের কাজে ফেরার পালা। গত দুদিন দুই দেবতার পুজো উপলক্ষে অনেকেরই কর্মক্ষেত্রে ছিল আংশিক ছুটি। স্কুল, কলেজেও হাজিরা ছিল কম। এবার উৎসবের মুড পিছনে ফেলে ফের কাজে ফেলার পালা।

তবে বুধবার সকাল থেকে শহরের আকাশের মুখ ভার। ভোরের আলো ফোটার আগেই দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে স্নাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ৷ স্বস্তির আবহাওয়া কতদিন বজায় থাকবে? 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।

শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার থেকে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। 

আজ মাঝারি বৃষ্টি হলেও, বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

আবহাওয়ার পাশাপাশি এ বছর বিশ্বকর্মা এবং গণেশ পুজো পর কুমোরটুলির সমস্যা আরও কয়েক গুণ বেড়েছে। এই অবস্থায় নিম্নচাপের বৃষ্টি যেন ‘খাঁড়ার ঘা’! শিল্পীদের কথায়, ‘‘এ যেন অসম লড়াই। শেষে ‘ফিনিশ’ দিতে পারলেই হল।’’

Previous articleDengue Vaccine : ডেঙ্গি ভ্যাকসিন আসছে,বাংলায় ট্রায়াল শুরু কবে জানুন
Next articleHILSA FISH :পুজোয় বাংলাকে ৫ হাজার টন ইলিশ উপহার হাসিনার, আগামী কাল থেকেই এপার বাংলার বাজারে মিলবে রুপোলি শস্য? খোঁজ নিল দেশের সময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here