Weather Update: শেষ ইনিংসে ঝোড়ো ব্যাটিং শীতের! সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস

0
600

দেশের সময় ওয়েবডেস্কঃ চলতি মরশুমের মতো শেষ ইনিংসে ব্যাট করছে শীত ৷ বিদায়বেলায় শেষ কামড় বসাচ্ছে বাংলায়। ছক্কা না মারলেও মাঝেমধ্যে চার মেরে ঠান্ডার ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করছে আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন বাংলায় এমনই শীত শীত ভাব থাকবে।

দক্ষিণবঙ্গের শীতের স্পেল আরও দু’দিন। দার্জিলিং, কালিম্পং-এ সোম মঙ্গলবার বৃষ্টি। আগামী দু-তিন দিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে।

তাপমাত্রা ফের বাড়বে। মঙ্গল বুধবারের মধ্যে তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি বা উপরে যেতে পারে। ৯ ফেব্রুয়ারি থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

গত বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। পাহাড় থেকে সমতল ১-২ ডিগ্রি করে তাপমাত্রা নেমেছে। ভ্যাপসা গরম কাটিয়ে শীতের আমেজে ঘুম ভাঙছে মানুষের।

উত্তরবঙ্গে আগামী সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা প্রায় একইরকম থাকবে আগামী কয়েকদিন ৷


শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, অর্থাৎ শনিবার আরও কিছুটা কমবে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়াবে। রবি-সোম তাপমাত্রার পারদ ১৫-১৬ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে।

শুধু কলকাতা নয়, রাজ্যে সব জেলাতেই রবিবার পর্যন্ত পারদ পতন লক্ষ্য করা যাবে। উপরের দিকের জেলা অর্থাৎ মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়িতে ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কেটে আকাশ হবে রোদ ঝলমলে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী হবে। গরমে হাঁসফাঁস অবস্থা নাহলেও কিছুটা অস্বস্তি হবে। তবে ১১ ফেব্রুয়ারি থেকে সেই অস্বস্তি কেটে হাল্কা শীতের আমেজে গা ভাসাতে পারবে বঙ্গবাসী। দিন তিনেক পর থেকেই শুরু ভালবাসার সপ্তাহ। তার আগে ঠান্ডা-গরমের লুকোচুরি উপভোগ করবে বাংলা।

তামিলনাড়ু এবং কেরলে বৃষ্টির পূর্বাভাস। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাব কমবে সাধারণ নিম্নচাপে পরিণত হবে এবং শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। তার প্রভাবে আজও সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ৷

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে রবিবার সন্ধ্যায়। উত্তর-পশ্চিম ভারতের জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ-সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রভাব পড়বে বেশি ৷

তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা সোম ও মঙ্গলবার। কুয়াশা হতে পারে আগামী ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশ, উত্তরবঙ্গ এবং অসম, মেঘালয়, ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৷

Previous articlePartha Chatterjee : পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে যোগ রয়েছে কুন্তলের, আদালতে দাবি ইডির
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here